ওমানের সিব উইলায়াতে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাস্কাট গভর্নরেটের সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ (সিডিএএ)–এর অগ্নিনির্বাপণ ও উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি কার্যক্রম শুরু করে।
সিডিএএ কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের রিপোর্ট পাওয়ার পরপরই বিশেষায়িত ইউনিটগুলো মাঠপর্যায়ে মোতায়েন হয়ে পরিস্থিতি মূল্যায়ন করে সমন্বিতভাবে আগুন নেভানোর উদ্যোগ নেয়। দ্রুত প্রতিক্রিয়া ও কার্যকর সমন্বয়ের ফলে আগুনের বিস্তার শুরুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আরও
টানা প্রচেষ্টা ও পেশাদার দক্ষতার মাধ্যমে অগ্নিনির্বাপণ কর্মীরা স্বল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে আশপাশের গুদাম ও পার্শ্ববর্তী স্থাপনায় আগুন ছড়িয়ে পড়া রোধ করা হয়, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।
সিডিএএ আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বজায় রাখে। একই সঙ্গে শিল্প ও বাণিজ্যিক স্থাপনার মালিকদের অগ্নি-নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।













