সর্বশেষ

সৌদিতে কপাল পুড়ল হাজার হাজার অবৈধ প্রবাসীর

More than 18,000 expatriates arrested in Saudi Arabia in one week

সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারী প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৮ হাজার ৮৩৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন বাস্তবায়নে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৭১০ জন আবাসন আইন, ৪ হাজার ২৩৯ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৮৮৭ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে পরিচালিত অভিযানে অবৈধ অবস্থান ও কাজের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হয়।

অভিযানকালে সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৭৪১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনি, ৬০ শতাংশ ইথিওপীয় এবং অবশিষ্ট ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানে সহায়তার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রশাসনিক পদক্ষেপের অংশ হিসেবে ইতোমধ্যে ২০ হাজার ৯৫৬ জন প্রবাসীকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য। এ ছাড়া ১০ হাজার ১৯৫ জনকে ইতোমধ্যে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তা, আশ্রয় প্রদান বা কর্মসংস্থানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। অবৈধ অভিবাসন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup