ওমানের সর্বাধিনায়ক সুলতান হাইথাম বিন তারিক বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত মোট ৩৩৪ জন বন্দিকে রাজকীয় ক্ষমা প্রদান করেছেন। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ওমান পুলিশ জানায়, রাজকীয় ক্ষমার আওতায় থাকা বন্দিদের মধ্যে ওমানি নাগরিকের পাশাপাশি বিভিন্ন দেশের বিদেশি নাগরিকও রয়েছেন। তারা ওমানের বিভিন্ন সংশোধনাগারে ভিন্ন ভিন্ন অপরাধে সাজা ভোগ করছিলেন। সুলতানের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রশাসনিক বিধি অনুসরণ করে মুক্তির কার্যক্রম বাস্তবায়ন করছে।
এই রাজকীয় ক্ষমা ঘোষণা করা হয়েছে ১১ জানুয়ারি উপলক্ষে, যা মহামান্য সুলতানের সিংহাসনে আরোহণ দিবস হিসেবে দেশজুড়ে জাতীয়ভাবে পালন করা হয়। দিবসটির তাৎপর্য বিবেচনায় মানবিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আরও
বিবৃতিতে আরও বলা হয়, ক্ষমা প্রদানের ক্ষেত্রে বন্দিদের পারিবারিক ও সামাজিক বাস্তবতাও গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনা হয়েছে। দীর্ঘদিন কারাবাসের কারণে পরিবারগুলোর ওপর যে মানসিক ও আর্থিক চাপ তৈরি হয়, তা লাঘব করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
কর্তৃপক্ষের মতে, এ রাজকীয় সিদ্ধান্ত ন্যায়বিচারের পাশাপাশি করুণা ও মানবিকতার প্রতিফলন। একই সঙ্গে এটি সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে এবং ক্ষমাপ্রাপ্তরা স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।











