সর্বশেষ

পবিত্র মক্কায় প্রবাসীদের রমরমা দেহব্যবসা! ৫ প্রবাসী আটক

850 188 copy

পবিত্র নগরী মক্কায় একটি ম্যাসাজ সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে পাঁচজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৌদি প্রশাসন জানিয়েছে, পবিত্র ভূমির মর্যাদা রক্ষা এবং জনসাধারণের নৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট ম্যাসাজ সেন্টারটি নির্ধারিত বিধি-বিধান লঙ্ঘন করে অনৈতিক কার্যক্রম পরিচালনা করছিল।

সৌদি গেজেটের বরাতে জানা যায়, মিউনিসিপ্যাল আইন ভঙ্গের দায়ে মক্কা মেয়রালিটি ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি জননিরাপত্তা ও সামাজিক শালীনতার জন্য হুমকি সৃষ্টি করছিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, পবিত্র নগরীতে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসীর প্রতি স্থানীয় আইন, ধর্মীয় অনুশাসন ও সামাজিক শিষ্টাচার কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জননিরাপত্তা ও নৈতিক পরিবেশ বজায় রাখতে নিয়মিত নজরদারি ও আকস্মিক অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup