সর্বশেষ

অনির্দিষ্টকালের জন্য ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ

Varot

দেশীয় কৃষকের স্বার্থ সংরক্ষণে ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে নতুন করে ইমপোর্ট পারমিট (আইপি) দেওয়া স্থগিত করেছে সরকার। সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানিয়েছে, সোমবার (৫ জানুয়ারি) থেকে নতুন কোনো পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হচ্ছে না। তবে আগে যেসব আমদানি অনুমতি ইস্যু করা হয়েছিল, সেগুলোর আওতায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।

যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। আমদানিকারকরা সোমবার থেকে নতুন অনুমতির জন্য আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি। সরকারের এই সিদ্ধান্তকে দেশীয় উৎপাদন ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, সোমবার হিলি বন্দর দিয়ে ১২টি ট্রাকে মোট ৩৪৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে এসব পেঁয়াজ আগেই ইস্যুকৃত ইমপোর্ট পারমিটের আওতায় এসেছে। নতুন করে কোনো আমদানির অনুমতি দেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে গত ৭ ডিসেম্বর দেশে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকার ভারত থেকে আমদানির অনুমতি দেয়। এর ফলে বাজারে সরবরাহ বাড়ে এবং পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকার মধ্যে নেমে আসে। তবে বর্তমানে দেশীয় বাজারে নতুন পেঁয়াজ ওঠা শুরু হওয়ায় কৃষকদের স্বার্থ বিবেচনায় এনে আমদানির লাগাম টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময় পর্যন্ত আগের অনুমতির পেঁয়াজ আমদানি চললেও নতুন আইপি বন্ধ রাখার মাধ্যমে সরকার ধীরে ধীরে আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদকদের সুরক্ষা দিতে চাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup