সর্বশেষ

কুয়েতে আগুনে পুড়ে প্রাণ হারাল রেমিট্যান্সযোদ্ধা বাংলাদেশি

Quayk is copy

কুয়েতের ওয়াফরা এলাকায় একটি কৃষিখামারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে ওই খামারের একটি আবাসিক কক্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি প্রবাসে কর্মরত থেকে নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের নাম মো. জামাল মাতব্বর। তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলার বাসিন্দা এবং মরহুম হামিদ মাতব্বরের ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে কৃষিখামারে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতের বেলায় নিজ কক্ষে ঘুমিয়ে থাকার সময় হঠাৎ সেখানে আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় থাকায় আগুন লাগার বিষয়টি টের পাননি জামাল মাতব্বর। ফলে তিনি দ্রুত কক্ষ থেকে বের হতে না পেরে ভেতরেই আটকা পড়েন।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে কুয়েত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের পৌঁছানোর আগেই ওই প্রবাসী বাংলাদেশির প্রাণহানি ঘটে।

এই ঘটনায় ওয়াফরা এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup