সর্বশেষ

দেশে দীর্ঘদিন থাকলে বাতিল হবে প্রবাসীদের রেসিডেন্সি কার্ড!

F the Residency System in Kuwait

প্রবাসীদের জন্য রেসিডেন্সি বিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশোধিত আইন অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক ছয় মাসের বেশি সময় কুয়েতের বাইরে অবস্থান করলে তার রেসিডেন্সি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। কুয়েতের মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে নতুন বিধান কার্যকর হওয়ার পরই বিষয়টি আলোচনায় আসে।

মন্ত্রীসভা নির্দেশনা নং ২২৪৯/২০২৫–এ উল্লেখ করা হয়েছে, ছয় মাসের এই বাধ্যবাধকতা সব ধরনের রেসিডেন্সি পারমিটের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে কুয়েতি নারীর সন্তান, দেশটিতে বৈধ সম্পত্তির মালিক এবং স্বীকৃত বিদেশি বিনিয়োগকারীরা এই নিয়মের আওতার বাইরে থাকবেন। কর্তৃপক্ষ বলছে, রেসিডেন্সি ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করা এবং আইনি প্রক্রিয়া শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

গৃহকর্মীদের জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। রেসিডেন্সি আইনের অনুচ্ছেদ ২০ অনুযায়ী, তারা চার মাসের বেশি সময় দেশের বাইরে থাকতে পারবেন না। প্রয়োজনে স্পনসরের মাধ্যমে রেসিডেন্সি অফিস বা ‘সাহেল’ অ্যাপে অনুমোদিত ছুটির আবেদন করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন নির্দেশনা রেসিডেন্সি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু ক্যাটাগরির জন্য প্রয়োজনীয় নমনীয়তাও বজায় থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শ্রমবাজার ও রেসিডেন্সি ব্যবস্থাকে আধুনিকায়নের বৃহত্তর সংস্কারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে অনিয়ম রোধে তদারকি আরও কঠোর করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup