রয়্যাল ওমান পুলিশ (আরওপি) ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে পরিচালিত প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে। সম্প্রতি একটি জাল ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে, যা দেখতে ও কনটেন্টের দিক থেকে ওমানের ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের (সিপিএ) অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে প্রায় হুবহু মিল রয়েছে।

আরওপির অধীন জেনারেল ডিরেক্টরেট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ এক বিবৃতিতে জানায়, এই ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ভুয়া পুরস্কার বা উপহার পাওয়ার লোভ দেখিয়ে ব্যবহারকারীদের সেখানে প্রবেশ করানো হচ্ছে এবং পরে তাদের ব্যক্তিগত ও ব্যাংকিং সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে।
আরও
বিবৃতিতে আরও বলা হয়, প্রতারকরা সংগৃহীত এসব তথ্য ব্যবহার করে ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের অনলাইন জালিয়াতির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী উদ্বেগ প্রকাশ করেছে।
ওমান পুলিশ জনসাধারণকে যে কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত বা আর্থিক তথ্য দেওয়ার আগে সেটির সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আরওপি স্পষ্ট করে জানায়, Consumer Protection Authority তাদের সেবা প্রদানের ক্ষেত্রে কখনোই গ্রাহকদের ব্যাংক কার্ড বা সংবেদনশীল আর্থিক তথ্য চায় না।
এ ধরনের প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কোনো সন্দেহজনক ওয়েবসাইট বা প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।










