ওমানে উপসাগরীয় অঞ্চলে এক প্রবাসীর বাসায় পুলিশের পরিচয় ব্যবহার করে প্রবেশ ও চুরি করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত ও অনুসন্ধান অধিদপ্তর। অভিযুক্তরা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রবাসীর বাসায় প্রবেশ করে তার ব্যক্তিগত নথিপত্র দেখতে চান বলে দাবি করে।
তদন্ত সংস্থার বরাতে জানা যায়, সুযোগ বুঝে তারা প্রবাসীর কাছ থেকে নগদ অর্থ জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং দ্রুত স্থানত্যাগ করে। ঘটনার পর আক্রান্ত প্রবাসী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে দ্রুত তদন্ত শুরু হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ লুটের কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
আরও
কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের প্রতারণা ও চুরির ঘটনা প্রতিরোধে পুলিশের পরিচয় যাচাইয়ে জনগণকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।










