সর্বশেষ

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৩৯ প্রবাসী আটক

39 expatriates, including Bangladeshis, detained in Johor state, Malaysia

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশিসহ মোট ৩৯ জন বিদেশি কর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার জোহর জয়া ও আশপাশের এলাকায় হঠাৎ অভিযান চালানো হলে কেউ ভবনের ছাদে লুকিয়ে পড়েন, আবার কেউ পালানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সবাইকে আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Emigration3

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই তৎপরতা পরিচালিত হয়। অভিযানে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট শাখার ২৪ জন কর্মকর্তা অংশ নেন। স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কয়েকটি দোকানঘর ও আবাসিক ভবনে অবৈধ অভিবাসীরা বসবাস করছেন এবং অনুমতি ছাড়াই কাজ করছেন।

বিবৃতিতে বলা হয়, আকস্মিক অভিযানের সময় বিদেশিদের অনেকেই দোকানঘরে অবস্থান করছিলেন। ইমিগ্রেশন সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ভবনের ছাদে লুকিয়ে পড়েন এবং কয়েকজন পালানোর চেষ্টা করেন। তবুও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতায় সবাইকে আটক করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

Emigration2

আটকদের মধ্যে মিয়ানমারের ১২ নারীসহ মোট ১২ জন, পাকিস্তানের ১১ জন, বাংলাদেশের ৮ জন, ইন্দোনেশিয়ার ৬ জন রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটকদের বৈধ ভ্রমণ নথি নেই এবং কেউ কেউ নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের জোহরের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে, যেখানে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup