সর্বশেষ

স্বামী-সৎ ছেলের বিরুদ্ধে প্রবাসী নারীর অভিযোগ, জমি না দিলে প্রাণে মারবে

Expatriate woman alleges husband and stepson will kill her if she doesn't give her land

সুনামগঞ্জের ইকবালনগরে নিজের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন এক কুয়েতপ্রবাসী নারী। শুক্রবার বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাফা মোহাম্মদ এ অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘদিন কুয়েতে থাকার পর তিন মাস আগে দেশে ফিরে বসতবাড়ি মেরামতের উদ্যোগ নিতেই স্বামী ও সৎ ছেলের বাধার মুখে পড়েন।

ছাফা মোহাম্মদের অভিযোগ, সুনামগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের ইকবালনগর সংলগ্ন ভার্ড চক্ষু হাসপাতালের দক্ষিণ পাশে তার নিজস্ব জমিতে অবস্থিত বাড়িতে মেরামতের কাজ দেখতে গেলে গত ১০ ডিসেম্বর স্বামী মো. সুহেল মিয়া, প্রথম স্ত্রীর ছেলে মো. খোকন মিয়া এবং বাড়ির কেয়ারটেকার মিলে তাকে অপমানজনক গালিগালাজ করেন। পরে জোরপূর্বক সিএনজিতে তুলে তাদের বাসায় নিয়ে গিয়ে ৫–৬ ঘণ্টা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় তাকে। এ সময় লাঠিপেটা, কিল-ঘুষিসহ নানাভাবে মারধর করে গুরুতর আহত করা হয় বলে জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর মামলা করলে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তার ভাতিজা তছকির আলী তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে ছাফা মোহাম্মদ সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।

ভুক্তভোগী জানান, তার মোট ৯৫ শতক জমির মধ্যে ইতোমধ্যে ৩০ শতক সৎ ছেলের নামে দলিল করে দিয়েছেন। এরপরও স্বামী ও সৎ ছেলে আরও ৩০ শতক জমি দখলে নেওয়ার চাপ সৃষ্টি করছেন এবং নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে ছাফা মোহাম্মদ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং নিজের জমি ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা চান। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভাইয়ের মেয়ে রুনা বেগম।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup