সর্বশেষ

বিমানবন্দরে বাবার আকুতি, আমার মেয়ের রক্তক্ষরণ হচ্ছে! ভিডিও ভাইরাল

Father's plea at the airport, my daughter is bleeding

ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের সাম্প্রতিক ফ্লাইট বিপর্যয়ে কয়েক দিন ধরে দেশের বিমান পরিবহন ব্যবস্থায় গুরুতর অস্থিরতা দেখা দেয়। একের পর এক ফ্লাইট বিলম্ব ও বাতিল হওয়ায় বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। এ সময়ে যাত্রীদের হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দৃশ্য ছড়িয়ে পড়ে।

৫ ডিসেম্বর দিল্লি বিমানবন্দরে ধারণ করা এমন একটি ভিডিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, ইন্ডিগোর ‘হেল্প ডেস্ক’-এর সামনে বিপুলসংখ্যক যাত্রী তথ্যের জন্য ভিড় করেছেন। তাদের অভিযোগ, সঠিক তথ্য না পাওয়া এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষার কারণে তারা অসহায় অবস্থায় পড়েছেন। এরই মধ্যে এক ব্যক্তিকে মেয়ের জন্য একটি স্যানিটারি প্যাড চাইতে মরিয়া হয়ে অনুরোধ করতে দেখা যায়। হতাশা থেকে তিনি ডেস্কে হাত চাপড় দিচ্ছিলেন, যা ঘটনাটিকে আরও বেদনাদায়ক করে তোলে।

ইন্ডিগো ভারতের বৃহত্তম উড়োজাহাজ সংস্থা, যার দৈনিক ফ্লাইট সংখ্যা প্রায় ২ হাজার ৩০০। ফলে এয়ারলাইন্সটির ফ্লাইট কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশজুড়ে ব্যাপক প্রভাব পড়ে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নতুন ফ্লাইট সেফটি বিধিমালা কার্যকর হওয়ায় এই বিপর্যয় সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক নির্দেশনায় পাইলট ও কেবিন ক্রুদের বাধ্যতামূলক বিশ্রামের সময় বাড়ানো হয়, যাতে ক্লান্তিজনিত দুর্ঘটনা এড়ানো যায়।


নতুন নীতিমালা নভেম্বর থেকে কার্যকর হওয়ার পর পর্যাপ্ত মানবসম্পদ সংকট তৈরি হয়, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ে দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদসহ ব্যস্ত বিমানবন্দরগুলোতে। বহু যাত্রী বিমানবন্দরে আটকা পড়ে খাদ্য, পানি ও জরুরি পণ্যের সংকটে পড়েন।

ভাইরাল হওয়া ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এক্স প্ল্যাটফর্মে ভিনা জেইন নামের এক ব্যবহারকারীর পোস্ট থেকে ভিডিওটি পাঁচ লাখের বেশি মানুষ দেখেছেন। যাত্রীদের এই দুর্ভোগ দেশটির বিমান পরিবহন খাতে জরুরি সংস্কারের প্রয়োজনীয়তাকেও নতুন করে সামনে এনেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup