সর্বশেষ

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৬০০ ফুট খাদে গাড়ি পড়ে নিহত ৬

Horrific road accident, 6 killed as car falls into 600 foot ditch

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে কালওয়ান তালুকের সপ্তশ্রিং গড়ের পার্বত্য এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গাড়ি প্রায় ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই সকল যাত্রীর মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নিহত ব্যক্তিরা সবাই নিফাদ তালুকের পিম্পলগাঁও বসবন্ত এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে নাসিকের পুলিশ সুপার, স্থানীয় পুলিশ টিম এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনাস্থলের দুর্গমতা ও পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার অভিযান জটিল হয়ে ওঠে এবং তা এখনও অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি এই দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে আখ্যায়িত করেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘটনাটিকে ‘অতিমাত্রায় দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি নিহত প্রত্যেকটি পরিবারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালনার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি আশ্বাস দেন যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে সরকার সম্পূর্ণভাবে সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup