চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল হলে পরিত্যক্ত অবস্থায় থাকা ছয়টি লাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকাল ১১টার দিকে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ কর্নারের পাশে মালিকবিহীন লাগেজগুলো দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে কর্মকর্তাদের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক শুল্কমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
কাস্টমস সূত্র জানায়, লাগেজগুলো খুলে দেখা যায় ভেতরে সযত্নে প্যাক করা ছিল মোট ৮০০ কার্টন বিদেশি ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট। এগুলো দেশে আনতে শুল্ক ফাঁকির উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগের পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে লাগেজের কোনো মালিক চিহ্নিত না হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা ৮০০ কার্টন সিগারেটের বিপরীতে প্রায় ৯০ লাখ টাকার রাজস্ব জড়িত। যেহেতু লাগেজগুলোর দাবিদার পাওয়া যায়নি, তাই এগুলোকে পরিত্যক্ত মাল হিসেবে জব্দ করা হয়েছে।
আরও
তিনি আরও বলেন, কাস্টমস আইন অনুযায়ী মালামাল জব্দ করে নথিবদ্ধ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিমানবন্দর নিরাপত্তা ও শুল্ক ফাঁকি রোধে কাস্টমসের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, লাগেজ ফেলে যাওয়ার মাধ্যমে শুল্ক ফাঁকি বা চোরাচালানের প্রবণতা বাড়ছে। তাই সন্দেহজনক মালামাল বা আচরণ দেখা গেলে যাত্রীদেরও কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।










