ওমানের মুসান্দম প্রদেশে কোস্টগার্ড ও রয়্যাল ওমান পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৩ বিদেশি নাগরিকসহ একটি অবৈধ নৌকা আটক করেছে। গভীর সমুদ্র অঞ্চল থেকে আসা নৌকাটিকে কোস্টগার্ডের নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে সন্দেহজনক অবস্থায় থামিয়ে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা সবাই দেশটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত করতে যথাযথ যাচাই-বাছাই চলছে এবং ওমানের অভিবাসন ও ফৌজদারি আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক ব্যক্তিদের মুসান্দম অঞ্চলের একটি পুলিশ স্টেশনে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হয়েছে।
প্রাদেশিক নিরাপত্তা কর্মকর্তারা বলেন, সামুদ্রিক সীমান্তে নজরদারি জোরদার করার ফলে সাম্প্রতিক সময়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে উল্লেখযোগ্য সফলতা মিলেছে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ রোধ করাই কোস্টগার্ডের প্রধান দায়িত্ব।
আরও
কর্তৃপক্ষ আরও সতর্ক করেছে যে, অনুমতি ছাড়া বা অবৈধ পথে ওমানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, সন্দেহভাজন কোনো নৌযান বা কর্মকাণ্ড চোখে পড়লে তা দ্রুত নিরাপত্তা বাহিনীকে জানাতে।
এ ধরনের অভিযান ওমানের আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক আইন প্রয়োগের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।











