সর্বশেষ

মালয়েশিয়া পার্লামেন্টের স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত সৈয়দ আবুল হোসেন

Bangladeshi origin Syed Abul Hossain is the Speaker of the Malaysian Parliament

বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক সৈয়দ আবুল হোসেন দাতু মালয়েশিয়ার পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আলোচনায় এসেছেন। ১৮ নভেম্বর পার্লামেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে তার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বিশেষ চেম্বার অধিবেশনের সংবাদ প্রকাশ করা হয়। সরকারি প্রশাসন বিধিমালা (১৭) প্রস্তাবের অধীনে অনুষ্ঠিত এ অধিবেশনে তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

সভায় অংশ নেন বুকিত গানতাংয়ের এমপি দাতো সৈয়দ আবু হুসেন বিন হাফিজ সৈয়দ আব্দুল ফাসাল এবং বাংগির এমপি তুয়ান সিয়াহরেডজান বিন জোহান। অধিবেশনে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয় ও গৃহায়ন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও। তার সভাপতিত্বে অধিবেশন পরিচালনার খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ ও যুক্তরাজ্যে তার স্বজন ও পরিচিতদের মাঝে আনন্দের সঞ্চার হয়।

Abul hossain2

১৯৬০ সালের ২৯ জুলাই মালয়েশিয়ার পেরাকের তাইপিং এলাকায় জন্ম নেন সৈয়দ আবুল হোসেন। তার বাবা বৃহত্তর সিলেটের জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামের বাসিন্দা ছিলেন, যিনি ১৯৫৫ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান এবং পরে সেখানকার নাগরিকত্ব অর্জন করেন। মালয়েশিয়ায় জন্মগ্রহণ করলেও পিতৃসূত্রে বাঙালি পরিচয় নিয়ে গর্ববোধ করেন আবুল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন—“আমি বাঙালি পূর্বপুরুষের সন্তান হতে গর্বিত।”

মালয়েশিয়ার বিএন (Barisan Nasional) দলের নির্বাচিত এমপি সৈয়দ আবুল হোসেন এর আগে মালয়েশিয়ার হাউজিং অ্যান্ড লোকাল গভর্নমেন্ট মন্ত্রণালয়ের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য তিনি সরকারি ভাবে ‘দাতু’ উপাধিতে ভূষিত হন। মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জনকারী এই নেতা দীর্ঘ সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে রয়েছেন।

ব্যক্তিগত জীবনে তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ সৈয়দ আবুল হোসেন ১৬ সন্তানের জনক। তিনি নিয়মিতই বাংলাদেশ সফর করেন এবং আত্মীয়স্বজনের খোঁজখবর রাখেন। পরিবারিক বন্ধন অটুট রাখতে তিনি তার মেয়ের বিয়ে দিয়েছেন বাংলাদেশি আত্মীয়ের সন্তানের সঙ্গে। তার এই সাফল্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গর্ব ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup