সৌদি আরবের বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সভা-সমাবেশ আয়োজন ও তাতে অংশগ্রহণের অভিযোগে কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, সম্প্রতি সৌদি আরবে কিছু বাংলাদেশি প্রবাসী হলরুম, অবকাশ কেন্দ্র, হোটেল-রেস্তোরাঁ এমনকি ব্যক্তিগত বাসায় বিভিন্ন সংগঠনের ব্যানারে অনুমতিবিহীন সভা, আলোচনা সভা ও সাংগঠনিক কার্যক্রম আয়োজন করে আসছিলেন। সৌদি আইন অনুযায়ী এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অনুষ্ঠান আয়োজন বা অংশগ্রহণের ফলে সৌদি কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। অতীতে সৌদিতে বাংলাদেশি রাজনৈতিক শাখাগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মারামারি ও বিশৃঙ্খলার কারণে বহু বাংলাদেশিকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি হতে হয়েছে। এতে দেশটির কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়।
আরও
দূতাবাস প্রবাসীদের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেছে, সৌদি আরবের আইনের আওতায় অনুমতি ছাড়া কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক বা সংগঠনিক সমাবেশে অংশগ্রহণ করা যাবে না। আইন লঙ্ঘন করলে ব্যক্তিগতভাবে কঠোর শাস্তির পাশাপাশি প্রায় তিন মিলিয়ন বাংলাদেশি প্রবাসীর অবস্থানও ঝুঁকির মুখে পড়তে পারে।
রাজতান্ত্রিক শাসনব্যবস্থা পরিচালিত সৌদি আরবে রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ এবং সংশ্লিষ্ট আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়। তাই প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।











