সর্বশেষ

এবার মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে আটক ১৭৪ বাংলাদেশি

174 Bangladeshis arrested in Malaysia in 24 raids

মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন অঞ্চল ক্যামেরন হাইল্যান্ডসে বৃহৎ পরিসরে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) পরিচালিত এই মেগা–অপারেশনে মোট ৪৬৮ জন বিদেশিকে আটক করা হয়, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক—১৭৪ জনই বাংলাদেশি নাগরিক।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—বৈধ পরিচয়পত্র ছাড়া অবস্থান, ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে দেশে থাকা এবং জাল পারমিট ব্যবহারসহ গুরুতর অপরাধ। আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৫ জন মিয়ানমারের, এরপর বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল এবং অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। তাদের বেশিরভাগই শ্রমিক ও কৃষিকাজে নিয়োজিত ছিলেন।

ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান বলেন, অভিযানে ধরা পড়াদের মধ্যে বহু ব্যক্তি জাল পারমিট ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্যামেরন হাইল্যান্ডসে অবস্থান করছিলেন। কে বা কারা এই অবৈধ পারমিট সরবরাহ করেছে এবং কোন দালাল বা এজেন্টের মাধ্যমে এসব লেনদেন হয়েছে—তা খতিয়ে দেখা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। তার ভাষায়, “অবৈধ শ্রমিক অনুপ্রবেশে যারা জড়িত, কেউই ছাড় পাবে না।”

তিনি আরও জানান, রাজধানী থেকে দূরবর্তী ও দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় অনেক বিদেশি ধারণা করেছিলেন, কর্তৃপক্ষ সহজে সেখানে অভিযান চালাবে না। কিন্তু ইমিগ্রেশন পুলিশ উপস্থিত হতেই অনেকেই মরিয়া হয়ে পালানোর চেষ্টা করেন। কেউ বাথরুমে লুকান, কেউ ঘুমানোর ভান করেন, আবার কেউ দোকানের ছাদে উঠে আত্মগোপনের চেষ্টা করেন।

অভিযান চলাকালে পালাতে গিয়ে আহত কয়েকজনকে ইমিগ্রেশন বিভাগের প্যারামেডিক টিম প্রাথমিক চিকিৎসা প্রদান করে। মহাপরিচালক জানান, আটকদের কাগজপত্র যাচাইয়ের পর যাদের বৈধ পারমিট পাওয়া যাবে, তাদের পরবর্তী ধাপে মুক্তি দেওয়া হবে; অপরদিকে অবৈধদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup