মালদ্বীপের কাশিধু উপকূলে একটি পণ্যবাহী নৌকাডুবির ঘটনায় মো. আলমগীর (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে দেশটির পুলিশ ও জাতীয় প্রতিরক্ষা বাহিনী (MNDF) যৌথ অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, আলমগীর মাত্র তিন দিন আগে মালদ্বীপে পৌঁছেছিলেন। তিনি আরও বলেন, মরহুমের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য হাইকমিশন মালদ্বীপ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে। নিহত আলমগীরের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নন্দনিয়া গ্রামে। তার পিতা মো. নজরুল ইসলাম।
স্থানীয় গণমাধ্যম সান এমভি জানিয়েছে, ‘ফয়সালা’ নামের পণ্যবাহী নৌকাটি মঙ্গলবার রাতে কাশিধুর উদ্দেশে রওনা দেয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। নৌকাটিতে ১১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আলমগীর ঘটনাস্থলেই প্রাণ হারান, বাকিদের জীবিত উদ্ধার করা হয়।
আরও
নিহতের স্বজন প্রবাসী মো. সুমন জানান, “আলমগীর ঋণ করে জীবিকার তাগিদে মালদ্বীপে এসেছিলেন মাত্র তিন দিন আগে। তার অকাল মৃত্যুতে পরিবার শোকে স্তব্ধ। আমরা বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।”
ঘটনায় মালদ্বীপের কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এদিকে বাংলাদেশ হাইকমিশন নিহত প্রবাসীর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে।











