বান্দরবানে এক প্রবাসীর ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় পাঁচ দিন পর অভিযুক্ত যুবক নিজেই তার অপরাধ স্বীকার করেছেন। তিনি চুরি করা স্বর্ণের কিছু অংশ ফেরত দিলেও বাকিটা না দেওয়ায় মালিকপক্ষ তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। গতকাল রোববার সন্ধ্যায় জেলা শহরের বালাঘাটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. ইদ্রিছ (৪২)। আজ সোমবার দুপুরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪ নভেম্বর রাতে সৌদি প্রবাসী মো. মুরাদের বাড়িতে চুরি ঘটে। সে সময় পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। সুযোগে ইদ্রিছ বাড়ির দরজা ভেঙে ২৭ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। ঘটনার পর মুরাদের ভাগনে মিনহাজুল আবরার গত শুক্রবার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
মিনহাজুল জানান, ইদ্রিছ পেশায় রাজমিস্ত্রি এবং তার মামার বাড়ির নির্মাণকাজেও তিনি যুক্ত ছিলেন। সেই সূত্রে বাড়িতে যাতায়াতের সুযোগ পেয়ে তিনি ফাঁকা অবস্থায় চুরি করেন। রোববার সন্ধ্যায় ইদ্রিছ কিছু স্বর্ণ নিয়ে ফিরে এসে ভুল স্বীকার করেন এবং ক্ষমা চেয়ে মামলা তুলে নেওয়ার অনুরোধ জানান। তবে চুরি হওয়া ২৭ ভরির মধ্যে মাত্র ১১ ভরি ফেরত দেন। এতে মালিকপক্ষ তাঁকে পুলিশের কাছে সোপর্দ করে।
আরও
জেলা পুলিশ জানায়, মামলার পর দ্রুত অভিযান চালিয়ে ইদ্রিছকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে ১১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, “চুরির ঘটনায় মামলা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, জিনিয়া চাকমা, মান্না দে এবং বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









