পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিয়ের প্রলোভনে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অর্থ আত্মসাৎ ও শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে আলী হাওলাদার (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের গ্রামের বাড়ি চর সাউথখালী এলাকায়। এ ঘটনায় বিয়ের দাবিতে গত নয়দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে অনশন করছেন ভুক্তভোগী তরুণী সঞ্চিতা মণ্ডল (২৫)। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরূপকাঠি উপজেলার নানদোয়হান গ্রামের নারায়ণ মণ্ডলের মেয়ে সঞ্চিতা দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে আলীর সঙ্গে পরিচিত হন। প্রেমের সম্পর্কে জড়ানোর দুই মাস পর আলীর আশ্বাসে কোর্টের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।
সঞ্চিতার অভিযোগ, আলী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে একাধিকবার টাকা নিয়েছেন, যা মোটে লক্ষাধিক টাকা। সেই সঙ্গে প্রেমের সম্পর্কের সুযোগে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন। পরে পারিবারিক অজুহাতে বিয়েতে অস্বীকৃতি জানিয়ে আলী ভারতে পালিয়ে যান এবং তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
আরও
বিয়ের দাবিতে অসহায় হয়ে সঞ্চিতা গত ১ নভেম্বর বিকেল থেকে আলীর বাড়ির সামনে অনশন শুরু করেন। বিষয়টি স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং অনশনরত তরুণীকে দেখতে ভিড় জমে যায়। সঞ্চিতা বলেন, “বিয়ের প্রতিশ্রুতিতে আমি সবকিছু হারিয়েছি। এখন সে বিয়ে না করলে আমি বেঁচে থাকার মানে দেখি না।”
অভিযুক্ত আলীর মা রেশমা বেগম বলেন, “আমার ছেলে বর্তমানে ভারতে আছে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে মেয়েটিকে ঘরে তুলব।” তবে আলীর ব্যবহৃত ভারতীয় নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জাফর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










