চট্টগ্রাম নগরের আতুরার ডিপো সঙ্গীত আবাসিক এলাকায় মো. হাসিবুল ইসলাম (২৬) নামে এক তরুণকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ তদন্তে নেমে পরদিন রাতেই নৃশংস হত্যার মূল অভিযুক্ত জাহেদুল ইসলাম (৩১)কে গ্রেপ্তার করেছে।
পাঁচলাইশ মডেল থানার তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টা ২০ মিনিটে চান্দগাঁও থানার মৌলভীপুকুর পাড় এলাকা থেকে অভিযান চালিয়ে জাহেদুলকে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যায় ব্যবহৃত ধারালো ছোরা এবং নিহতের জুতা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত হাসিবুল নগরের ২ নম্বর গেইট এলাকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন। সম্প্রতি তার সঙ্গে প্রবাসী জাহেদুল ইসলামের স্ত্রী প্রীতি তানহার (২৪) পরিচয় হয়। ফেসবুকে শুরু হওয়া সম্পর্ক পরবর্তীতে প্রেমে রূপ নেয় এবং মাসখানেক আগে তারা বিয়ে করে একসঙ্গে বসবাস শুরু করেন। এরপর প্রীতি তার প্রবাসী স্বামীকে তালাকনামা পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি দেশে ফিরে আসেন জাহেদুল।
আরও
দেশে ফিরে জাহেদুল একাধিকবার স্ত্রী ও হাসিবুলকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। পরে তিনি হাসিবুলকে ফোনে হুমকি দিতে থাকেন। ঘটনার দিন দুপুরে চা খাওয়ার কথা বলে হাসিবুলকে বাসা থেকে ডেকে নিয়ে যান জাহেদুল। সঙ্গীত আবাসিক এলাকায় পৌঁছালে কথাকাটাকাটির একপর্যায়ে জাহেদুল কোমর থেকে ধারালো ছোরা বের করে হাসিবুলের বুকে, পিঠে ও গলায় আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ইমরান বিন ইসলাম বাদী হয়ে পাঁচলাইশ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, তথ্য প্রযুক্তি ও গুপ্তচর তথ্যের সহায়তায় দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার জাহেদুলকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।










