সর্বশেষ

বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট!

Passport

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাপার কার্যক্রম এ বছর আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে। তবে পাসপোর্টধারীদের তথ্য সংরক্ষণের জন্য এমআরপি ডেটাবেজ আগামী পাঁচ বছর পর্যন্ত সচল থাকবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। এই সময়ের মধ্যে এমআরপি পাসপোর্টধারীরা রি-ইস্যুর আবেদন করলে তাদের তথ্য যাচাইয়ের জন্য ডেটাবেজটি ই-পাসপোর্ট সার্ভারের সঙ্গে যুক্ত থাকবে।

ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস ছালাম জানান, ই-পাসপোর্টের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনায় পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “ই-পাসপোর্টে একজন ব্যক্তির তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা সহজ। একজন ব্যক্তি একাধিক ই-পাসপোর্ট করতে পারেন না।” বিশ্বের ১২১টি দেশ ইতোমধ্যে ই-পাসপোর্ট ব্যবহারে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে এমআরপি ছাপার কাজ সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।”

জানা গেছে, দেশের ৩৪টি পাসপোর্ট অফিসে এখনও এমআরপি সিস্টেম চালু থাকলেও কার্যত সব অফিসেই পাসপোর্ট ছাপা বন্ধ রয়েছে। বর্তমানে বিদেশে অবস্থিত ৮০টি মিশনের মধ্যে ৬৯টিতে ই-পাসপোর্ট ইস্যুর কাজ চলছে, বাকিগুলোও এ বছরের মধ্যেই এ কার্যক্রমের আওতায় আনা হবে বলে পরিকল্পনা রয়েছে।

২০১০ সালে দেশে প্রথম এমআরপি চালু হয়। পরবর্তী সময়ে দেশের ৭১টি আঞ্চলিক অফিস থেকে দুই কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৪০৩টি এমআরপি ইস্যু করা হয়েছে। বিদেশি মিশনগুলোতে ইস্যু হয়েছে আরও এক কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৩৭৩টি। এমআরপি প্রকল্পের প্রযুক্তিগত সহায়তা দেয় মালয়েশিয়ার আইরিশ করপোরেশন ও পোল্যান্ডের পিডব্লিউ কোম্পানি। প্রকল্পটির ব্যয় নির্ধারিত ছিল ৭১০ কোটি টাকা, পরে মেয়াদ বাড়ায় আরও তিন কোটি টাকা যোগ করা হয়।

সরকারি সূত্র জানিয়েছে, বিদেশি মিশনগুলোর অবশিষ্ট ১১টিতেও দ্রুত ই-পাসপোর্ট চালু করা হবে। এভাবে এমআরপি যুগের অবসান ঘটিয়ে বাংলাদেশ সম্পূর্ণভাবে ই-পাসপোর্ট ব্যবস্থার আওতায় আসবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup