সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া, প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যা

Expatriate's wife did not acknowledge love, lover 'committed suicide'

পাবনার সাঁথিয়ায় প্রেমিকার স্বীকৃতি না পাওয়ায় এক প্রবাসী যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ক্ষেতুপাড়া ইউনিয়নের সামান্যপাড়া গ্রামে। এ ঘটনায় প্রেমিকা বর্তমানে পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্যপাড়া গ্রামের আহাদ শেখের ছেলে প্রবাসী আরিফ শেখের স্ত্রী রত্না খাতুন (২৫) এর সঙ্গে খয়সুতী গ্রামের ইমাম প্রামানিকের ছেলে স্বপন প্রামাণিক (৪০) পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। স্বামী সৌদি আরব থাকায় রত্না খাতুন স্বপনের সঙ্গে অবৈধ সম্পর্ক বজায় রাখেন এবং তাকে সংসার করার প্রতিশ্রুতি দেন।

দীর্ঘ দিনের সম্পর্কের এক পর্যায়ে রত্না খাতুন স্বপনের সঙ্গে যোগাযোগ বন্ধ করেন। এর পর স্বপন সোমবার (৬ অক্টোবর) প্রেমিকার খোঁজে তার নিজ বাড়িতে যান। সেখানে প্রথমে নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু এও প্রেমিকাকে রাজি করতে ব্যর্থ হন। এরপর স্বপন নিজ হাতে গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা মর্গে লাশ প্রেরণ করেছে সাঁথিয়া থানা পুলিশ। স্বপনের স্ত্রী মায়া খাতুন সোমবার রাতে থানায় ইউডি মামলা দায়ের করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup