চীনের উত্তরাঞ্চলীয় শহর জিয়ানে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শহরটিতে কঠোর লকডাউন জারি করা হচ্ছে। এতে শহরটির এক কোটি ৩০ লাখ মানুষকে এখন ঘরবন্দী থাকতে হবে। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) থেকে শহরটিতে কঠোর লকডাউন শুরু হয়।
আগামী ফেব্রুয়ারিতে চীনের রাজধানী বেইজিংয়ে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। এ কারণে চীন উচ্চ সতর্কতায় রয়েছে কারণ এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি শহরে করোনার সংক্রমণ বেড়েছে।
গতকাল বুধবার জিয়ান শহরে ৫২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত শহরটিতে ১৪৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চীন সরকারের সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে জিয়ান শহরের সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য প্রতি দুই দিনে একবার পরিবারের একজন সদস্যকে বাইরে পাঠাতে পারবে। এ ছাড়া জরুরি অবস্থা ছাড়া অন্য সকলকে বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, জিয়ান শহর কর্তৃপক্ষ জানায়, করোনার সংক্রমণ বাড়ায় শহরটির এক কোটি ৩০ লাখ মানুষের করোনা পরীক্ষা করান হবে। জিয়ান শহর থেকে এরই মধ্যে দূরবর্তী বাস চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন হাইওয়েতে চেকপোস্ট বসানো হয়েছে।
অপরদিকে, চীনের ফ্লাইট ট্র্যাকার ভ্যারিফ্লাইটের পক্ষ থেকে জানানো হয়, শহরের প্রধান বিমানবন্দর থেকে আসা এবং যাওয়া ৮৫ শতাংশের বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে। শহরের অভ্যন্তরে, বাস এবং ট্রেনগুলোতে যাত্রী কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শহরটির স্কুলও বন্ধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post