সালামএয়ার নতুন এক নিরাপত্তা নীতি ঘোষণা করেছে, যেখানে তাদের বিমানে পাওয়ার ব্যাংক ও অতিরিক্ত ব্যাটারি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া এ নির্দেশনা অনুযায়ী যাত্রীরা সর্বোচ্চ ১০০ ওয়াট-আওয়ার ক্ষমতাসম্পন্ন একটি পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন, তবে সেটি ফ্লাইট চলাকালীন কোনোভাবেই ব্যবহার করা যাবে না।

এয়ারলাইনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইট চলাকালে যাত্রীরা পাওয়ার ব্যাংক দিয়ে ডিভাইস চার্জ করতে পারবেন না, আবার পাওয়ার ব্যাংক নিজেও চার্জ দেওয়া যাবে না। সেটি সম্পূর্ণ বন্ধ রাখতে হবে এবং সিট পকেটে বা আসনের নিচে সংরক্ষণ করতে হবে।
আরও
বৈশ্বিকভাবে লিথিয়াম ব্যাটারি সংশ্লিষ্ট দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে পাওয়ার ব্যাংক অতিরিক্ত গরম হয়ে ‘থার্মাল রানঅ্যাওয়ে’ পরিস্থিতি তৈরি করতে পারে, যা অনেক সময় অগ্নিকাণ্ডের কারণ হয়ে দাঁড়ায়।
সালামএয়ার আরও জানিয়েছে, ১০০ থেকে ১৬০ ওয়াট-আওয়ার ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংক কেবলমাত্র এয়ারলাইনের পূর্বানুমতি নিয়ে বহন করা যাবে। তবে এর ব্যবহার ও সংরক্ষণ একই নিয়মে বাধ্যতামূলক হবে।
১৬০ ওয়াট-আওয়ারের বেশি ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংক সব ধরনের সালামএয়ার ফ্লাইটে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।









