যাত্রীদের নিরাপত্তা বাড়াতে এমিরেটস এয়ারলাইন্স তাদের সকল ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন এই নিয়মটি ১ অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর হবে। লিথিয়াম ব্যাটারি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা ১০০ ওয়াটের (Wh) কম ক্ষমতার একটি পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন, তবে সেটি ফ্লাইটে কোনো ডিভাইস চার্জ দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন না। পাওয়ার ব্যাংকটি অবশ্যই সিটের পকেটে বা নিচে রাখতে হবে; ওভারহেড বিনে রাখা যাবে না।
চেক-ইন করা ব্যাগেজে পাওয়ার ব্যাংক বহন করা পূর্বের মতোই নিষিদ্ধ থাকবে। এমিরেটস জানিয়েছে, তাদের সব বিমানেই যাত্রীদের জন্য সিটে চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে, তবে দীর্ঘ যাত্রার ক্ষেত্রে আগে থেকেই ডিভাইস সম্পূর্ণ চার্জ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও
বিমান চলাচল শিল্পে সম্প্রতি লিথিয়াম ব্যাটারি-সম্পর্কিত দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এমিরেটস এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলে বা অতিরিক্ত গরম হলে আগুন ধরে যেতে পারে। এমিরেটস জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায় এবং এই নতুন নিয়ম ঝুঁকি কমিয়ে আকাশপথে ভ্রমণকে আরও নিরাপদ করবে।











