সর্বশেষ

নিখোঁজের ১ দিন পর প্রবাসীর পাঁচ খণ্ড মরদেহ উদ্ধার

ভাইয়ের হাতে ভাই খুন, সম্পত্তি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর

নরসিংদীর পলাশে প্রবাসী এক ব্যক্তির পাঁচ খণ্ড মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘোড়াশাল রেললাইনের পাশে এই মরদেহ পাওয়া যায়। নিহতের নাম আব্দুল গনি (৪৫)। তিনি ঘোড়াশাল পৌরসভার আঁটিয়াগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

দীর্ঘ দেড় যুগ ধরে আব্দুল গনি সিঙ্গাপুরে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে ছুটিতে দেশে ফেরেন এবং চলতি মাসের ২৯ তারিখে ফের কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার রাত পৌনে ১০টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দেয়। রাতেই বিষয়টি থানা ও ফাঁড়ি পুলিশকে জানানো হয়, তবে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

শনিবার ভোরে স্থানীয়রা ঘোড়াশাল ফ্ল্যাগ ও ঘোড়াশাল রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে পাঁচ খণ্ড মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের ভাই মনির হোসেন এসে মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, তার স্বামীকে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও বিচার দাবি করেন তিনি।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন জানান, সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup