সর্বশেষ

ঘরে ঢুকে প্রবাসফেরত নারীকে হত্যা, মালামাল লুট

Returning expatriate woman killed after breaking into her home, looting her belongings

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত গ্রামে প্রবেশ করে আমির মাস্টারের পাশের একটি বাড়িতে ঢোকে। এ সময় তারা গৃহবধূ রাশিদা বেগমকে হত্যার পর স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। দীর্ঘদিন আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর রাশিদা জীবিকার তাগিদে জর্ডান প্রবাসী ছিলেন। প্রায় এক দশক আগে দেশে ফিরে কুমুরিয়ায় বাড়ি করে বসবাস শুরু করেন। বর্তমানে তার একমাত্র মেয়ে তাসলিমা জর্ডানে অবস্থান করছেন।

পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, “ডাকাতরা বাড়িতে ঢুকে লুটপাট চালায়। এ সময় রাশিদা বেগম বাধা দিলে তারা তাকে হত্যা করে।”

এদিকে খবর পেয়ে ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। থানার পরিদর্শক (তদন্ত) কোহিনূর ইসলাম জানান, প্রাথমিক তদন্ত চলছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup