সর্বশেষ

নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী ছিলেন বিমান ছিনতাইকারী!

Nepal's new prime minister's husband was a plane hijacker!

নেপালের রাজনৈতিক অচলাবস্থা ও অস্থিরতার মধ্যে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। বুধবার (তারিখ) জেন জি আন্দোলনের সমর্থন পেয়ে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত কার্কি নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের জন্য সুশীলা কার্কি বিশেষভাবে পরিচিত। ভারতের বারাণসীর বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই তার পরিচয় হয় স্বামী দুর্গা প্রসাদ সুবেদির সঙ্গে।

সুবেদি নেপালের ইতিহাসে আলোচিত ১৯৭৩ সালের বিমান ছিনতাই ঘটনায় জড়িত ছিলেন। সেদিন বিরাটনগর থেকে কাঠমান্ডু যাওয়ার পথে রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করে তিনজন সশস্ত্র ব্যক্তি। তারা পাইলটকে বাধ্য করেন ভারতের ফোর্বসগঞ্জে অবতরণ করতে এবং প্রায় ৪ লাখ ডলার নিয়ে পালিয়ে যান।

ঘটনায় আরও পাঁচ সহযোগী অংশ নেন। বলা হয়ে থাকে, রাজতন্ত্র উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহ করতেই এই ছিনতাই করা হয়। অভিযোগ রয়েছে, পরিকল্পনার মূল নেপথ্যে ছিলেন গিরিজা প্রসাদ কৈরালা, যিনি পরবর্তীতে নেপালের প্রধানমন্ত্রী হন।

ছিনতাইকারীরা পরে গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পান এবং ১৯৮০ সালের গণভোটের আগেই নেপালে ফিরে আসেন। তবে বিমানের সব যাত্রী নিরাপদে ফিরে আসেন এবং ছিনতাই করা অর্থ পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা যায়। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup