দক্ষিণ আফ্রিকার উইটব্যাংকে মর্মান্তিকভাবে খুন হয়েছেন বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী কাজী মহিউদ্দিন পলাশ (৩৬)। নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে তার নিজের দোকানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দক্ষিণ আফ্রিকা পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাশকে মালাউই জাতীয়তার এক কর্মচারী হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ দোকানের ভেতরের ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যায় সে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কর্মচারী পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহতের বড় ভাই কাজী আলমগীর গণমাধ্যমকে জানান, “তিন দিন ধরে ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না, ফোনও বন্ধ ছিল। শেষ পর্যন্ত পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যার ঘটনা উদঘাটন করে।”
আরও
কাজী মহিউদ্দিন পলাশের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া গ্রামে। প্রায় ১৪ বছর ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন। দুই সন্তানের জনক পলাশ পরিবারের স্বপ্ন পূরণের আশায় প্রবাস জীবন বেছে নিয়েছিলেন।
তার মৃত্যুর খবরে গ্রামে শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় ইউএনও মো. আরিফুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহতের পরিবার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। প্রবাসী বাংলাদেশিরাও হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।











