বরিশালে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না দিয়ে কেউ দেশ ছেড়ে পালাতে পারবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, সরকারপ্রধান ড. মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফজলুল হক এভিনিউতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছেন এবং গুম-খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছেন।
খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গ টেনে জয়নুল আবেদীন বলেন, তাঁকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। আল্লাহর ইচ্ছাতেই তিনি এখনও জীবিত আছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তিনি আরও বলেন, তারেক রহমান দেশের বাইরে থেকেও বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন। আসন্ন নির্বাচন অবশ্যই আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে।
আরও
সমাবেশকে ঘিরে দুপুর থেকেই বরিশালের বিভিন্ন উপজেলা ও মহানগরের ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।











