মালদ্বীপের রাজধানী মালে এক বাংলাদেশিকে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা চালানোর অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে অভিযোগ আসে যে এক বাংলাদেশি নাগরিককে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে এবং তার পরিবারের কাছে টাকা দাবি করা হচ্ছে। দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগীর মোবাইল ফোন ট্র্যাক করে মালের এসআই গেস্টহাউস থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজনকেও গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—মুহাম্মদ আজিজুল (৩৭) ও সাদীগুল মিয়া (৩৭)। আদালত তাদের ১৫ দিনের হেফাজতে পাঠিয়েছে। মালদ্বীপ পুলিশের তথ্যমতে, তারা বৈধ ভিসা ছাড়াই দেশটিতে অবস্থান করছিল।
আরও
আদালতে জবানবন্দিতে আজিজুল স্বীকার করেছেন যে তিনি ভুক্তভোগীকে আঘাত করেছিলেন। তার দাবি, দীর্ঘদিন কাজ করেও প্রাপ্য বেতন না পাওয়ায় ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে। অপরদিকে সাদীগুল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কেবল সেই কক্ষে অবস্থান করছিলেন যেখানে ভুক্তভোগীকে আটকে রাখা হয়েছিল।
উল্লেখ্য, মালদ্বীপে অবৈধ অভিবাসন একটি বড় সংকটে পরিণত হয়েছে। দেশটিতে অবস্থানরত বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীর মধ্যে বাংলাদেশের নাগরিকদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি বলে জানায় স্থানীয় গণমাধ্যম।











