সর্বশেষ

ওমানে ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ৩০ প্রবাসী গ্রেফতার

Oman police

ওমানের বিভিন্ন প্রদেশে সম্প্রতি পুলিশের বিশেষ অভিযানে বেশ কয়েকটি বড় ধরনের অপরাধ উদঘাটন করা হয়েছে। সিব প্রদেশে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় চারজন মুখোশধারী গ্রেপ্তার করা হয়েছে। তারা দোকানের কর্মচারীদের ভয় দেখিয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার রিয়ালের স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করেছিল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সবাই এশীয় বংশোদ্ভূত।

মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস মাদক পাচারের একটি চেষ্টা ব্যর্থ করেছে। এসময় চীনা এক নারীকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে মাস্কাত গভর্নরেটে বিভিন্ন প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজারের বেশি বোতল ও কার্টন মদ, প্রায় ১,৯০০ কার্টন সিগারেট এবং ৪৩৩ কেজি তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে সাতজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

ওমানে বারকা, মাতরা, আল উস্তা ও মুসকাত অঞ্চলেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বারকায় বাংলাদেশি দুই এশীয় প্রবাসীকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করা হয়, মাতরায় ছয়জন প্রবাসীকে আটক করা হয় এবং ৫০ কেজির বেশি মাদক জব্দ করা হয়েছে। মুসকাত জেলায় ধাতব তার চুরির অভিযোগে চারজন এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়।

মানবপাচারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা প্রবাসী নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে, তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছিল। এছাড়া, উত্তর আল শারকিয়াহ প্রদেশের আল কাবিল এলাকায় ডাকাতির সময় আফ্রিকান দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ধারালো অস্ত্র ব্যবহার করে এক গৃহবধূকে আঘাত করে লুটপাট চালিয়েছে।

রয়্যাল ওমান পুলিশ (ROP) জানিয়েছে, এই অভিযানের মাধ্যমে অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। ডাকাতি, চুরি, মাদক ও মানবপাচারের ঘটনায় গ্রেপ্তারকৃতরা আইন অনুযায়ী বিচার প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup