নাটোরের গুরুদাসপুরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রবাসীর ইমো আইডি হ্যাক করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে ভুয়া ভিডিও তৈরি করে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার নারায়ণপুর গ্রামে।
ভুক্তভোগী গৃহবধূ বিউটি আক্তার জানান, তার স্বামী আমির হোসেন ২০১৮ সাল থেকে সৌদি আরবে কর্মরত। ঘটনার দিন বিকেলে স্বামীর ইমো আইডি থেকে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি দেখতে পান— পুলিশের পোশাক পরিহিত কয়েকজন তার স্বামীকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। ভিডিওতে কথিত পুলিশ সদস্যরা দ্রুত টাকা পাঠালে স্বামীকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। আতঙ্কিত হয়ে তিনি তিনটি বিকাশ নম্বরে মোট ২ লাখ ২১ হাজার টাকা পাঠিয়ে দেন।
পরে স্বামীর সঙ্গে পুনরায় যোগাযোগ করলে জানা যায়, তিনি কর্মস্থলে সুস্থভাবে কাজ করছেন এবং আটক হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তখনই প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়।
আরও
স্থানীয়রা জানান, প্রতারকরা আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে, যা নতুন ধরনের অপরাধ প্রবণতার দৃষ্টান্ত।
ভুক্তভোগী বিউটি আক্তার এ ঘটনায় কঠোর আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন। গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










