ওমানে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের জন্য পাসপোর্ট সংগ্রহে নতুন নির্দেশনা দিয়েছে। দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। তবে যারা সরাসরি দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে চান, তাদেরকে আগে গুগল ফর্ম পূরণ করে সিডিউল নিতে হবে। এতে সুশৃঙ্খল ও কার্যকরভাবে সেবা প্রদান সম্ভব হবে।

দূতাবাস সূত্রে জানা গেছে, মাত্র ১,০০০ রিয়াল খরচে প্রবাসীরা নিকটস্থ ওমান পোস্ট শাখা থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি ১,৫০০ রিয়াল খরচে হোম ডেলিভারিরও সুবিধা রাখা হয়েছে। দ্রুততম সময়ে পাসপোর্ট পৌঁছে দিতে ওমান পোস্ট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
আরও
বাংলাদেশ দূতাবাস আশা করছে, প্রবাসীরা এই নতুন সেবা গ্রহণ করলে পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ায় সময় ও ঝামেলা দুটোই কমবে।
দূতাবাস সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেছে, যাতে পাসপোর্ট বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায় এবং সবাই নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সেবা পান।










