প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় দলিলপত্র নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি) একটি পরিপত্র জারি করেছে। এতে উল্লেখ করা হয়েছে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীরাও এবার ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ পাবেন। বুধবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত পরিপত্র পাঠানো হয়।
ইসি জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সব বাংলাদেশি হাইকমিশন ও দূতাবাসে এ নির্দেশনা পাঠানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, ভোটার নিবন্ধনের জন্য সর্বমোট ১১ ধরনের দলিলপত্রের কথা উল্লেখ থাকলেও সবগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবেদনকারীর অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় দলিল জমা দিতে হবে।
প্রধান দলিলগুলোর মধ্যে রয়েছে অনলাইনে পূরণ করা আবেদনপত্র, প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ তথ্য ফরম, বৈধ বা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট কিংবা বিদেশি পাসপোর্টের কপি, অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদ, এবং আবেদনকারীর রঙিন ছবি। এছাড়া বাবা-মায়ের এনআইডি বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষা সনদ, ড্রাইভিং লাইসেন্স, নিকাহনামা, নাগরিকত্ব সনদ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ইউটিলিটি বিল বা ট্যাক্স রসিদ জমা দিতে হবে।
আরও
পরিপত্রে আরও বলা হয়েছে, অনলাইনে দেওয়া তথ্য যাচাই করতে সংশ্লিষ্ট ভোটার এলাকার নির্বাচন কর্মকর্তার সরেজমিন তদন্ত প্রতিবেদন বাধ্যতামূলক থাকবে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পরিচয় ও যোগ্যতা নিশ্চিত করা হবে।
ইসি সূত্র মতে, এ নির্দেশনা কার্যকর হলে বিদেশে অবস্থানরত লাখো প্রবাসী বাংলাদেশিরা আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।









