সর্বশেষ

ওমানে ভয়াবহ ডাকাতি, কোটি টাকার স্বর্ণসহ চার প্রবাসী গ্রেপ্তার

Horrific robbery in oman, four expatriates arrested with gold worth crores

ওমানের সিব প্রদেশ এলাকায় একটি স্বর্ণের দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় চারজন মুখোশধারীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সবাই এশীয় বংশোদ্ভূত। তারা দোকানের কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে এবং মারধর করে প্রায় ১ লাখ ৫০ হাজার রিয়ালের স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে।

এই ঘটনায় মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ড ও নর্থ আল বাতিনাহ পুলিশ কমান্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে। অপরাধ তদন্ত অধিদপ্তরের সহযোগিতায় দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়।

পুলিশ জানায়, ডাকাতির পরপরই অভিযান চালিয়ে পুরো লুট হওয়া স্বর্ণালংকার ও অর্থ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জনগণের নিরাপত্তা ও জনআস্থা রক্ষায় অপরাধ দমনে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup