সর্বশেষ

মাঝ আকাশে বিমানবালার সাথে পাইলটের এ কী কান্ড!

What's going on with the pilot and the flight attendant in mid air1

৩৫ হাজার ফুট ওপরে উড়ন্ত বিমানে যখন যাত্রীরা নিশ্চিন্তে বসে আছেন, তখন ককপিটে চলছে ভিন্ন এক গল্প! অটোপাইলটে বিমান চালিয়ে পাইলট ও বিমানসেবিকা মেতে উঠছেন রোমাঞ্চে—এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন এক কেবিন ক্রু।

‘সিয়েরা মিস্ট’ নামে এক অ্যাকাউন্টে প্রকাশিত দাবিতে জানা যায়, দীর্ঘ দূরত্বের ফ্লাইটে গোপনে তৈরি হয় “হাই মাইল ক্লাব”। যাত্রার আগেই নাকি পরিকল্পনা করা হয়, এরপর অটোপাইলটে বিমান রেখে ককপিটেই শুরু হয় ঘনিষ্ঠ মুহূর্ত। নিয়ম অনুযায়ী প্রয়োজনে কেবিন ক্রুকে ককপিটে ডাকা যায়, কিন্তু সেই সুযোগের অপব্যবহার করেই নাকি জন্ম নেয় আকাশের এই রোমাঞ্চ।

শুধু ককপিট নয়, বিমানের গোপন ক্রু রেস্ট ডেকও নাকি হয়ে ওঠে অন্তরঙ্গ সময় কাটানোর আদর্শ স্থান। যাত্রীদের চোখের আড়ালে থাকা এই সঙ্কীর্ণ কক্ষে প্রবেশাধিকার শুধু কর্মীদেরই।

তবে এ দাবি ঘিরে শুরু হয়েছে উত্তাল বিতর্ক। কারও মতে, এ ঘটনা অ্যাভিয়েশন জগতের “ওপেন সিক্রেট”, আবার অন্যদের দাবি, সবটাই নিছক গুজব। কিন্তু রহস্য ও রোমাঞ্চ মিশে থাকা এই অভিযোগ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup