সর্বশেষ

অনলাইনে ভুয়া বিনিয়োগের প্রলোভনে সতর্ক করল ওমান সরকার

Oman government warns of online fake investment temptations

ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রসার মন্ত্রণালয় (MoCIIP) জনগণকে ভুয়া বিনিয়োগের প্রলোভন থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক বিজ্ঞাপনে অস্বাভাবিক মুনাফার প্রতিশ্রুতি দেওয়ার পর এই সতর্কতা জারি করা হয়।

মন্ত্রণালয় জানায়, কিছু অননুমোদিত প্ল্যাটফর্ম জনগণকে দ্রুত লাভের আশ্বাস দিয়ে বিভ্রান্ত করছে। বিশেষ করে একটি কোম্পানি মূল্যবান ধাতু বাণিজ্যের নামে বিজ্ঞাপন দিয়ে দাবি করছে, মাত্র ৫০০ ওমানি রিয়াল বিনিয়োগ করলে প্রতি মাসে ১,২৫০ রিয়াল লাভ পাওয়া যাবে— যা একেবারেই অবাস্তব।

তদন্তে জানা গেছে, উল্লিখিত কোম্পানির কোনো ধরনের সরকারি লাইসেন্স নেই। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এ ধরনের ভুয়া প্রচারণা কেবল ভোক্তাদের নয়, ব্যবসা প্রতিষ্ঠানকেও ক্ষতির মুখে ফেলে দিতে পারে।

কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে জানিয়েছে, বিনিয়োগের আগে অবশ্যই সরকারি ও অনুমোদিত উৎস থেকে তথ্য যাচাই করতে হবে। একই সঙ্গে ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup