সর্বশেষ

জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে : ধর্ম উপদেষ্টা

Religious advisor 20250702095621

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লব বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে। এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে জাতিকে অনুশোচনার গ্লানি বহন করতে হবে।

Whatsapp image 2025 08 13 at 10.34.18 pm (1)

বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি কাউন্সিল হলে ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক, ছাত্র ও আলেম সমাজের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ মাদ্রাসা ছাত্র-শিক্ষক পরিষদ।

ড. খালিদ হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে আলেমরা বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা কখনও প্রত্যক্ষভাবে, আবার কখনও রক্ষণশীল অবস্থান নিয়ে পরোক্ষভাবে সমাজে প্রভাব বিস্তার করেছেন।

Whatsapp image 2025 08 13 at 10.34.18 pm

জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, তারা শুধু মাঠে উপস্থিত ছিলেন না, বরং পরিকল্পনা, নেতৃত্ব ও আত্মত্যাগের মাধ্যমে এই গণ-অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. মাওলানা খলিলুর রহমান মাদানী ও মাওলানা সাখাওয়াত হোসেন রাজী।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup