সর্বশেষ

ওমানের দূতাবাসে প্রবাসীদের পাসপোর্ট সেবা শুরু

Bangladesh embassy muscat oman

ওমানের খাসাবে বাংলাদেশ দূতাবাসের চলমান কনস্যুলার ট্যুরের আওতায় ই-পাসপোর্ট এনরোলমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দূতাবাস অনলাইনে আবেদনকারীদের নির্দিষ্ট লিংক ব্যবহার করে আবেদন করার পর তালিকা তৈরি করেছে, যা দুইভাগে ভাগ করা হয়েছে — তালিকা-১ ও তালিকা-২। প্রতিটি তালিকায় নাম থাকা সেবাপ্রার্থীরা নির্ধারিত তারিখ ও সময়ে এনরোলমেন্টের জন্য আমন্ত্রণ পেয়েছেন।

দূতাবাস জানায়, এই তালিকা থেকে যারা বাদ পড়েছেন বা যাদের নাম নেই, তারা ই-পাসপোর্ট এনরোলমেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। এর ফলে, প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং অপ্রয়োজনীয় ভিড় থেকে বিরত থাকা যাবে। এই ব্যবস্থার মাধ্যমে দূতাবাস তাদের সেবার গুণগত মান বৃদ্ধি ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে চায়।

প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে অনুষ্ঠিত এই কনস্যুলার ট্যুরের মাধ্যমে দূতাবাসে যাতায়াত কমিয়ে নিজ এলাকার নিকটস্থ স্থানে ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ মিলছে। তবে দূতাবাস সতর্ক করে দিয়েছে যে, সময় ও তালিকা মেনে চলা অত্যন্ত জরুরি, যাতে সবার জন্য সুষ্ঠু সেবা নিশ্চিত হয়। প্রবাসী বাংলাদেশীদের জন্য দূতাবাসের এই উদ্যোগ এক বিশাল সহায়ক পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup