ওমানে নতুন নিয়ম অনুযায়ী প্রবাসীদের রেসিডেন্ট কার্ড এখন এক বছর, দুই বছর বা তিন বছর মেয়াদের মধ্যে পছন্দ করতে পারবেন। প্রতি মেয়াদের জন্য নতুন কার্ড নেওয়া বা নবায়নের খরচ আলাদা হবে। এক বছরের জন্য ৫ রিয়াল, দুই বছরের জন্য ১০ রিয়াল, আর তিন বছরের জন্য ১৫ রিয়াল ফি দিতে হবে। যদি কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তবে পরিবর্তনের জন্য ২০ রিয়াল খরচ হবে।
এই নিয়ম রয়্যাল ওমান পুলিশ বিভাগ থেকে দেওয়া হয়েছে। এতে ওমানিদের জন্য ব্যক্তিগত আইডি কার্ডের মেয়াদ ১০ বছর করা হয়েছে, যা ওমানি পাসপোর্টের মেয়াদের সঙ্গে মিল রয়েছে। আইডি কার্ড নেওয়া বা নবায়নের খরচ ১০ রিয়াল, আর হারানো কার্ড পরিবর্তনের জন্যও ১০ রিয়াল খরচ ধার্য করা হয়েছে।
কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর ৩০ দিনের মধ্যে নবায়ন করাটা বাধ্যতামূলক। এই নতুন নিয়মের মাধ্যমে প্রবাসী ও ওমানি নাগরিকদের পরিচয়পত্র সহজে ঠিক রাখতে সুবিধা হবে।











