সর্বশেষ

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ায় চাকরি হারালেন মাদ্রাসা শিক্ষক

Madrasa teacher loses job for eloping with expatriate wife

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসার শিক্ষক কর্তৃক ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জুনিয়র মৌলভি হাসনাইন মৃধা। ঘটনার পরপরই মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে।

স্থানীয় সূত্র জানায়, প্রবাসে থাকা এক ব্যক্তির স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করেন ওই শিক্ষক। প্রবাসী জিয়া উদ্দিন অভিযোগ করেন, তার স্ত্রী ও সন্তানদের বিশ্বাস ভেঙে শিক্ষক হাসনাইন তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে তাকে নিয়ে পালিয়ে গেছেন। অভিযোগে বলা হয়, শিক্ষকতার পাশাপাশি তিনি তাবিজ-কবচ ও ঝাড়ফুঁকের ব্যবসার সঙ্গেও যুক্ত।

পরিবারের সদস্য ও প্রতিবেশীরাও দাবি করেছেন, অভিযুক্ত শিক্ষক পূর্বেও এমন ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। একাধিক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, ওই নারীর দুই সন্তান বর্তমানে চরম মানসিক বিপর্যয়ে রয়েছে।

অভিযুক্ত শিক্ষকের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে রয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুর জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং মাদ্রাসার সঙ্গে বর্তমানে তার কোনো সম্পর্ক নেই।

এদিকে, মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক বিল্লাল হোসাইন জানিয়েছেন, প্রবাসীর বড় ছেলে থানায় সাধারণ ডায়েরি করেছেন, যেখানে তার মা নিখোঁজ বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup