সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২৬টি বিও (বেনিফিশিয়ারি ওনার) অ্যাকাউন্টে থাকা ৫৭৬ কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের করা আবেদনে জানানো হয়, সাবেক মন্ত্রী ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদক, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, তারা বিও হিসাব নগদায়নের মাধ্যমে শেয়ার বিক্রি করে অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
আরও
আবেদনে আরও বলা হয়, যদি শেয়ারগুলো নগদায়ন বা হস্তান্তর হয়ে যায়, তবে অনুসন্ধান প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির আশঙ্কা তৈরি হবে। তাই রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় বিও হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি।
আদালত শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করে শেয়ার ফ্রিজের আদেশ দেন। এর আগে দুর্নীতির অভিযোগে আরও কয়েকজন সাবেক মন্ত্রী, ব্যবসায়ী ও প্রভাবশালীর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব ফ্রিজ করেছে দুদক। তদন্ত চলমান থাকায় এসব সম্পদ যাতে অপসারণ না হয়, সে জন্যই একের পর এক আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় কমিশন।









