সর্বশেষ

মায়ের কোল থেকে শিশুকন্যাকে কেড়ে নিয়ে দেড় লাখে বিক্রি করলেন বাবা

Father snatches baby girl and sells her for rs 1.5 lakh

ফরিদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মৌখিকভাবে তালাক দিয়ে আট মাসের শিশুকন্যাকে দেড় লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে কাইয়ুম বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুটির মা পপি বেগম ফরিদপুরের আদালতে মামলা দায়ের করেছেন। আদালত নগরকান্দা থানা পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় পপি বেগম তার স্বামী কাইয়ুম বিশ্বাস ও তার তিন বোনসহ পাঁচজনকে অভিযুক্ত করেছেন।

পপি বেগম জানান, তালাকের সময় তার স্বামী জোর করে শিশু তানহাকে তার কোল থেকে কেড়ে নিয়ে একই উপজেলার কহিনুর বেগমের কাছে বিক্রি করেন। পপি আরও জানান, তার বাচ্চাকে দেখার জন্য তিনি থানা পুলিশ থেকে শুরু করে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, আদালত প্রতিবেদন চেয়েছেন এবং পুলিশ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। শিশুটিকে উদ্ধার করা গেলে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পপি বেগম জানান, তিন বছর আগে তার বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান হয়। পারিবারিক কলহের জেরে পাঁচ মাস আগে তাদের তালাক হয়ে যায়। তালাকের সময় তার স্বামী সন্তানকে কেড়ে নিয়ে বিক্রি করে দেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup