করোনা পরিস্থিতির নাকাল অবস্থা থেকে বেশ উন্নতির দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. আহমেদ মোহাম্মদ আল সাইদী জানিয়েছেন যে, “ওমানের করোনা পরিস্থিতির ক্রমাগত উন্নতি হচ্ছে। করোনায় নতুন সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যার ক্রমাগত কমে এসেছে। বর্তমানে দেশটির বিভিন্ন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মাত্র ২০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। যা এক সময় এই সংখ্যা ১০০ ছাড়িয়েছিলো।”
ওমান নিউজ এজেন্সি (ওএনএ) এবং ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মানে এই নয় যে আমরা সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলা বন্ধ করবো। কারণ মহামারিটি একেবারে দেশ ছেড়ে এখনো চলে যায়নি। তাই আমাদের সকলের উচিত প্রয়োজনীয় স্বাস্থ্যমূলক ব্যবস্থা মেনে চলা। দেশে চলমান টিকা কার্যক্রমের অংশ হিসেবে দেশে প্রায় ৯২ শতাংশ নাগরিক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আশা করা যাচ্ছে খুবদ্রুত দেশের সকল নাগরিকদের প্রথম ডোজ দেওয়া সম্ভব হবে।”
করোনা নিয়ন্ত্রণে মন্ত্রী দেশের সকল স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেছেন। একইসাথে দেশের করোনা নিয়ন্ত্রণে সতর্কতামূলক ব্যবস্থার প্রতি নাগরিকদের এবং প্রবাসীদের অংশগ্রহণকেও ধন্যবাদ জানান মন্ত্রী।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
এদিকে, ওমানের করোনা পরিস্থিতি ভালো হওয়ায় ও টিকাদান কার্যক্রমের প্রশংসা করেছে ডাব্লিউএইচও’র প্রধান ড. টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস। দক্ষতার সাথে দেশটিতে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার জন্য তিনি সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিউশন সেন্টার, মাস্কাটের প্রধান টিকা কেন্দ্রসহ বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন। এই সময় তিনি স্বাস্থ্য মন্ত্রী ড. আহমেদ বিন মোহাম্মদ আল সাইদিকে অভিনন্দন জানিয়েছেন। সেইসাথে দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।
এদিকে ওমানের করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দেশটির সকল মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ওমানের সকল মসজিদে জুমার নামাজের জন্য খোলার অনুমতি দিয়েছে দেশটির ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়।
আজ (১৯-সেপ্টেম্বর) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “করোনা সংক্রমণ মোকাবেলায় সুপ্রিম কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর থেকে জুম্মার নামাজ পড়ার জন্য সকল মসজিদ পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সকল নাগরিকদের করোনা সতর্কতা অবলম্বন করে জুমার নামাজ পড়ার জন্য মসজিদের যেতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post