ওমানে টিকা নিতে যেয়ে এক প্রবাসীর মৃত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর দেশটির বারকা আল সামস হাঁসপাতালে টিকা নিতে যেয়ে মোকতার হোসেন মানিক নামে এক বাংলাদেশী প্রবাসী মারা যান। তার দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আনুমানিক দেড়টার দিকে উক্ত হাঁসপাতালে তিনি টিকা নিতে অন্য প্রবাসীদের সাথে লাইনে থাকা অবস্থায় হঠাত মাটিতে পড়ে যান। তাৎক্ষনিক ভাবে তাকে উক্ত হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত হয়েছে বলে জানাগেছে সূত্রে।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
মৃত মানিক দীর্ঘদিন যাবত বারকা অঞ্চলে এসি ফ্রিজের মেরামতের ব্যবসা করতেন। তার মৃত্যুর পর তাৎক্ষনিক পুলিশ এসে টিকা দেওয়া বন্ধ করে দেয় এবং হাঁসপাতাল ঘিরে রাখে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বর্তমানে তার মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে বলে জানাগেছে। মৃত মানিকের বাবার নাম মৃত ফয়েজ আহাম্মেদ। এদিকে মানিকের মৃত্যুর খবরে শোঁকের ছায়া নেমে এসেছে তার নিজ এলাকায় এবং বারকা অঞ্চলের প্রবাসীদের মাঝে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post