ব্যাংকক থেকে ঢাকাগামী থাই এয়ারওয়েজের ফ্লাইট THA৩৩৯-এ এক যাত্রীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে। মৃত যাত্রীর নাম সাজ্জাদ।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার রাত ১২টা ৩৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার চট্টগ্রাম টাওয়ারকে জানায় যে, ফ্লাইটটি উড্ডয়নরত অবস্থায় এক যাত্রী হার্ট অ্যাটাকে আক্রান্ত হন, যার ফলে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা হয়। ক্যাপ্টেন দ্রুততম সময়ে নিকটবর্তী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
রাত ১টা ৪০ মিনিটে বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। এরপর কর্তব্যরত চিকিৎসক বিমানে প্রবেশ করে যাত্রীকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের ধারণা, বিমান অবতরণের আগেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আনুষ্ঠানিক নিশ্চিতকরণের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post