সৌদি আরবের মক্কায় এক বাংলাদেশি প্রবাসীর ছুরিকাঘাতে আরেক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফজর আলী (৪০) টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কোকড়হরা ইউনিয়নের বলধী গ্রামের আব্দুল করিমের ছেলে। কোকড়হরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত প্রবাসীর নাম নুরুল হক, যিনি একই উপজেলার কালিহাতী পৌরসভার ৫ নং ওয়ার্ড সাতুটিয়া গ্রামের শাহ আলী ফকিরের ছেলে।
নিহতের পরিবার জানিয়েছে, ঘটনার সময় রুমের অন্যান্য বাংলাদেশি প্রবাসীরা নামাজে গেলে ফজর আলী ও নুরুল রুমে অবস্থান করছিলেন। একপর্যায়ে ফজর আলী নুরুলকে রুমের বাইরে গিয়ে ফোনে কথা বলার অনুরোধ করেন।
আরও
এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে নুরুল ছুরি দিয়ে ফজর আলীকে একাধিকবার আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার পর মক্কার ভিলায় থাকা অন্যান্য সহকর্মীরা নুরুলকে আটক করে এবং রশি দিয়ে বেঁধে রাখে। পরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নেয়।
নিহত ফজর আলী দীর্ঘ ১৬ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং তার দুই সন্তান রয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।











